Thursday, 12 April 2018

T দিয়ে যাদের নাম তারা খুব সংবেদনশীলও আবেগ প্রবন হয় ৷

               Tদিয়ে নাম হলে
আপনি খুব সংবেদনশীল। ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না। প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ আপনার পছন্দ নয়। নামের প্রথম অক্ষর ‘টি’ দিয়ে শুরু হলে তাঁরা আবেগপ্রবণ হয়ে থাকেন। কঠিন পরিস্থিতিতে মন স্থির রাখতে পারেন না। কল্পনা প্রিয়। নিজের ছন্দেই জীবনে চলতে পছন্দ করেন। সকলের সঙ্গেই সুসম্পর্ক স্থাপন করে চলেন। তবে কারও উপদেশ শুনতে মোটেই পছন্দ করেন না এঁরা। যাঁদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয়, তাঁরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন। তর্কশক্তি খুব ভালো। এঁরা মিডিয়া, ওকালতি এবং প্রশাসনিক ক্ষেত্রে খুব উন্নতি লাভ করেন। অর্থ এবং নাম অর্জন করলেও, ভালোবাসায় খুব কাঁচা। তবে এঁরা খুব কেয়ারিং। তবে নিজের মনের ভাব ব্যক্ত করতে পারেন না। সুখ-দুঃখও সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। সকলকে সুখি রাখতে এবং দুঃখ দূর করতে যান। কেরিয়ারের পাশপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এরা খুব সচেতন হন। তাই তো সব সময় নতুন কিছু জানার চেষ্টায় লেগে থাকেন। তবে অন্যের লাভ লাইফ নিয়ে এরা খুব হিংসাপ্রবণ হন। এই একটা বিষয় বাদ দিলে এমন মানুষরা চরিত্রগত দিক থেকে বেশ ভাল হন

আপনি খুব সংবেদনশীল৷ ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না৷ প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ আপনার পছন্দ নয়  ৷

1 comment:

  1. Right❤❤❤this title is mached with my name and life

    ReplyDelete

ফেসবুক যে মেয়েরা ব্যবহার করেন তারা অবশ্যই পোস্টটি পড়েন

  ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা ---  আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে),  একটু ভালোবাস...