Tuesday, 10 April 2018

R নামের মানুষেরা ভীষণ খোলামেলা মনের মানুষ হয়....................

                                   R
                          দিয়ে নাম হলে
নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর। নিজের ভুল শুধরে নিতে জানেন এঁরা। এমন পার্টনার পছন্দ করেন যাঁরা এঁদের মতোই সমান বুদ্ধি ধারণ করেন। সব সময়ই পার্টনারকে খুশি করার চেষ্টা করেন। ভীষণই খোলামেলা মনের মানুষ। এঁরা শুধু নিজেকে নিয়েই থাকেন। কম কথা বলেন, নিজের পৃথিবীতেই সর্বক্ষণ বিচরণ করেন এঁরা। কে কী বলল, কী করল তাতে এঁদের কিছু আসে যায় না। তাই বৈবাহিক জীবনে বচসা-বিবাদ লেগেই থাকে। সবসময় নতুন কিছু খুঁজে বেড়ান। এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা জ্ঞানপিপাসু হয়ে থাকেন। তাই লেখক, দার্শনিকদের সঙ্গে এঁদের সখ্য বেশি। এই নামের লোকেরা সাধারণত বৈজ্ঞানিক হয়ে থাকেন। খুব দ্রুতগতিতে উন্নতি হয় এঁদের। কে কী বলছে, তা নিয়ে এঁদের কোনও মাথা-ব্যথা নেই। এ কারণে এঁদের বৈবাহিক জীবনে বচসাও বাধে। এরা মনের দিক দিয়ে খুব ভালো। এদের বিশ্বাস করা যায়। কারণ মানুষ হিসেবে এমন মানুষেরা খুব ভাল হন। তবে নিজেদের জীবন নিয়ে এরা খুব একটা ভাবতে চান না। শান্তিতে থাকতে পছন্দ করলেও চ্যালেঞ্জ নিতে এরা কখনও পিছপা হন না। একথায় এমন মানুষদের চরিত্র বেজায় পরস্পর বিরোধী হয়।

আপনার পাড়ায়, অফিসে R দিয়ে নাম রয়েছে, এরকম একপিস-দু'পিস পাবেনই। কেমন হন সেইসব মানুষেরা যাঁদের নাম R দিয়ে শুরু?

১) R বোঝায় সম্ভাবনা।

২) যাঁদের নাম R দিয়ে শুরু, তাঁরা সবকাজেই অত্যন্ত উত্সাহী হন। আবার তাঁদের ধৈর্য-সহ্যও বেশ বেশি।

৩) এঁরা পরিশ্রমী, কোনও কিছু স্থির করলে তা পাওয়ার জন্য জানপ্রাণ লড়িয়ে দেন।

৪) এঁরা অপরের প্রতি সহমর্মী হন।

৫) তবে, মাঝেসাঝে এঁরা বেশ খিটখিটে।

৬) প্রচণ্ড আবেগপ্রবণ।

৭) আর এই কারণেই এঁরা অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন।

নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে আপনার ভিতর ৷

No comments:

Post a Comment

ফেসবুক যে মেয়েরা ব্যবহার করেন তারা অবশ্যই পোস্টটি পড়েন

  ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা ---  আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে),  একটু ভালোবাস...