P
দিয়ে নাম হলে
নামের প্রথম অক্ষর ‘পি’ হলে তাঁরা পরিণত চিন্তার মানুষ। কারও প্রতি দুর্ব্যবহার করেন না। সব সময় নিজের ভাবমূর্তি নিয়ে খুবই সচেতন। এঁরা ভীষণ স্মার্ট এবং প্রফেশনাল। নিজের চিন্তাভাবনা নিয়ে চলতে পছন্দ করেন। অনেক সময় এই কারণে পার্টনারের সঙ্গে বিচ্ছেদ ঘটে এঁদের। দেশ, দুনিয়া, ঘর, পরিবার সকলের ব্যাপারেই এঁরা ভাবেন। নিজের সম্মানই এঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার জন্য এঁরা যে কোনও ধরনের ত্যাগ স্বীকার করতে পারেন। নিজেদের পৃথক সিদ্ধান্ত থাকে, তাই কোনও ধরনের আপস করেন না। এঁরা নিজের ভাবনা অন্যের ওপর চাপিয়ে থাকেন, তাই নিজের বাড়িতেই বিরোধের সম্মুখীন হতে হয়। এঁরা খুব চালাক। তাই এই নামের লোকেরা সাধারণত ব্যবসায়ী। ভালো পরিমাণে অর্থ থাকে। এঁরা খুব আকর্ষক। সামাজিকতা ও স্টেটাস সম্পর্কে আপনি খুব সচেতন।আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য। এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব ক্রিয়েটিভ হন। লাভ লাইফও এদের খুব ভাল হয়। তবে জীবনসঙ্গী যাতে দেখতে খুব সুন্দর হন, সেদিকে এদের খুব নজর থাকে। প্রসঙ্গত, কথা বলতে এরা এতটাই পারদর্শি হন যে কথা বলার মাধ্যমে যে কারও মন জয় করে নিতে পারেন।
১) P বোঝায় ক্ষমতা।
২) এঁরা প্রতিভাবান ও চিন্তাশীল হন।
৩) সুবক্তা হওয়ায় এঁরা সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন।
৪) যে কোনো বিষয়ে এঁরা প্রচণ্ড পসেসিভ।
৫) সারাক্ষণ আত্মমগ্ন থাকেন। অন্যকে নিয়ে ভাবার এঁদের সময় নেই।
সামাজিকতা ও স্টেটাস সম্পর্কে আপনি খুব সচেতন৷ আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য ৷
দিয়ে নাম হলে
নামের প্রথম অক্ষর ‘পি’ হলে তাঁরা পরিণত চিন্তার মানুষ। কারও প্রতি দুর্ব্যবহার করেন না। সব সময় নিজের ভাবমূর্তি নিয়ে খুবই সচেতন। এঁরা ভীষণ স্মার্ট এবং প্রফেশনাল। নিজের চিন্তাভাবনা নিয়ে চলতে পছন্দ করেন। অনেক সময় এই কারণে পার্টনারের সঙ্গে বিচ্ছেদ ঘটে এঁদের। দেশ, দুনিয়া, ঘর, পরিবার সকলের ব্যাপারেই এঁরা ভাবেন। নিজের সম্মানই এঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার জন্য এঁরা যে কোনও ধরনের ত্যাগ স্বীকার করতে পারেন। নিজেদের পৃথক সিদ্ধান্ত থাকে, তাই কোনও ধরনের আপস করেন না। এঁরা নিজের ভাবনা অন্যের ওপর চাপিয়ে থাকেন, তাই নিজের বাড়িতেই বিরোধের সম্মুখীন হতে হয়। এঁরা খুব চালাক। তাই এই নামের লোকেরা সাধারণত ব্যবসায়ী। ভালো পরিমাণে অর্থ থাকে। এঁরা খুব আকর্ষক। সামাজিকতা ও স্টেটাস সম্পর্কে আপনি খুব সচেতন।আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য। এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব ক্রিয়েটিভ হন। লাভ লাইফও এদের খুব ভাল হয়। তবে জীবনসঙ্গী যাতে দেখতে খুব সুন্দর হন, সেদিকে এদের খুব নজর থাকে। প্রসঙ্গত, কথা বলতে এরা এতটাই পারদর্শি হন যে কথা বলার মাধ্যমে যে কারও মন জয় করে নিতে পারেন।
১) P বোঝায় ক্ষমতা।
২) এঁরা প্রতিভাবান ও চিন্তাশীল হন।
৩) সুবক্তা হওয়ায় এঁরা সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন।
৪) যে কোনো বিষয়ে এঁরা প্রচণ্ড পসেসিভ।
৫) সারাক্ষণ আত্মমগ্ন থাকেন। অন্যকে নিয়ে ভাবার এঁদের সময় নেই।
সামাজিকতা ও স্টেটাস সম্পর্কে আপনি খুব সচেতন৷ আপনার পার্টনার সুন্দরী ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য ৷
No comments:
Post a Comment