Monday, 23 April 2018

ত্রকটি সুন্দর চিন্তা ৷

যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি জীবনে কি হারালেন আর কি পেলেন,আপনি কি উত্তর দেবেন ?.... তখন নির্ভয়ে বা নিশ্চিন্তে উত্তর দিন, যা হারিয়েছেন তা আপনার ছেলেমানুষি আর যা পেয়েছি তা প্রভুর দয়ায় ৷ কি সুন্দর সম্পর্ক আমি আর আমার প্রভুর মধ্যে ৷ বেশি আমি কখোনই চাইনা আর প্রভু আমাকে কখনই কম দেন না ৷

  ——— —   জীবনের তিনটি মন্ত্র ————
১৷ অতি আনন্দে— কাউকে কথা দিওনা ৷
২৷ ক্রোধের সময়— উত্তর দিওনা ৷
৩৷ দুঃখের সময় —নির্নয় করোনা ৷
     
 ——————জীবন মন্ত্র ———————
| ধীরে বলো—শান্তি পাবে,
| অহংকার ছাড়ো—সম্মান পাবে,
| ভক্তি করো—মুক্তি পাবে,
| বিচার করো—জ্ঞান মিলবে,
| সেবা করো—শান্তি পাবে,
| সহ্য করো—দেবত্বে অধিকারী হবে,
| সষ্ট থাকো—সুখ পাবে,
————————————————————

ত্রমন ছোটো কাঁধ রাখো যাতে সবাই তোমার সঙ্গে বসতে পারে আর ত্রতো বড়ো মনের মানুষ হও, যে তুমি উঠে দারালে আর কেউ যেন বসে থাকতে না পারে ৷

—————জানার মতো কথা——————
ঝাড়ু যতক্ষন ত্রক সুত্রে বাধা থাকে, ততোক্ষন আবর্জনা পরিষ্কার করে ৷ আবার সেই ঝাড়ু যখন ছিরে আলাদা হয়ে যায় তখন নিজেই আবর্জনা হয়ে যায় ৷ তাই সব সময় কোন ভালো আর্দশের সঙ্গে থাকো, আলাদা হয়ে আবর্জনায় পরিনত হইয়ো না ৷       
                                                  ইতি—
                                              বিকাশ বর্মন
           😇😇অবশ্যই শেয়ার করবেন ৷

No comments:

Post a Comment

ফেসবুক যে মেয়েরা ব্যবহার করেন তারা অবশ্যই পোস্টটি পড়েন

  ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা ---  আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে),  একটু ভালোবাস...