O দিয়ে নাম হলে
স্বভাবের দিক থেকে হাসিখুশি ও মজাদার হলেও সিরিয়াসলি কাজ করে টাকা জমাতে আপনি পছন্দ করেন। অতিরিক্ত পজেসিভনেস আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে। নাম ‘ও’ দিয়ে শুরু হলে তাঁদের বহুমুখী প্রতিভা থাকে। লাজুকে হওয়ার দরুণ কখনও নিজের ইচ্ছা প্রকাশ করেন না। সম্পত্তি এবং খ্যাতি গড়ে তোলার ক্ষমতা এঁদের আছে। জীবনে সব সময় নতুন কিছু করতে চান। এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা খুব লাজুক স্বভাবের হয়ে থাকেন। কিন্তু কখনও কখনও এঁরা এমন কোনও কাজ করে ফেলেন, যা অনেকে করার কথাই ভাবতে পারে না। এঁরা খুব আকর্ষক। সকলেই এঁদের পছন্দ করে। এ কারণে প্রায়ই এঁরা অফিসে শীর্ষপদের অধিকারী হয়ে থাকেন। ভালোবাসা এবং সম্বন্ধ এঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁরা সাধারণত প্রেম বিবাহ করে থাকেন। জীবনে খুব উন্নতি করেন, সকলকে সঙ্গে নিয়ে চলতে পারেন। এরা পড়াশোনার খুব ভাল হন। খুব কম বয়সেই এরা এদের পছন্দের জীবনসঙ্গীকে পয়ে যান। কেন এমন হয় জানেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এরা ভালবাসকে খুব গুরুত্ব দেন ৷
No comments:
Post a Comment