Wednesday, 21 March 2018

F diye namer manush kamon hoy jante hole post ti oboshoi dekhun

                     F দিয়ে নাম হলে
নামের প্রথম অক্ষর ‘এফ’ হলে তাঁরা উদার প্রকৃতির মানুষ। রোম্যান্টিক। এঁরা সাধারণত মানুষ হিসাবে খুবই ভাল কিন্তু একবার কারও থেকে আঘাত পেলে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা আদর্শবাদী ও রোমান্টিক প্রকৃতির হন। তবে দেখনদারিও আপনি পছন্দ করেন। তাঁরা অসম্ভবকে সম্ভব করতে পারেন৷ অসীম ধৈর্যের অধিকারী হন এই সব মানুষরা৷ কথার মাধ্যমে অন্যকে প্রভাবিত করতে পারেন৷ শিল্পবোধ থাকে, প্রেমে দক্ষ হয় এঁরা৷ এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁদের জীবনে ভালোবাসার স্থান সর্বোপরি। এঁরা প্রয়োজনের বেশি ভাবুক হয়। এই অক্ষরের নামের লোকেরা লেখক হয়ে থাকেন। যেখানে যান, সেখানে সকলকে আপন করে নেন। এঁরা খুব আকর্ষক এবং রোম্যান্টিক। এঁরা সহজেই সকলকে সাহায্য করে থাকেন। খুব আত্মবিশ্বাসী। জীবনে সমস্ত কিছুর মধ্যেই ভারসাম্য বজায় রাখেন এঁরা। এরা বন্ধু হিসাবে খুব ভাল হন। সেই সঙ্গে যে কোনও সম্পর্কের প্রতি খুব লয়েল থাকেন এরা। মিশুকে এবং কর্মঠ হওয়ার করণে কার্মজীবনেও এরা খুব সফল হন। তবে কোনও একজন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অনেক ক্ষেত্রেই এরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। এক কথায় মানুষ হিসাবে এদের বিকল্প খুঁজে পাওয়া একটু কঠিন।

এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তাদের জীবনে ভালোবাসার স্থান সর্বোপরি। এরা প্রয়োজনের বেশি ভাবুক হয়। এই অক্ষরের নামের লোকেরা লেখক হয়ে থাকেন। যেখানে যান, সেখানে সকলকে আপন করে নেন। এরা খুব আকর্ষক এবং রোম্যান্টিক। এরা সহজেই সকলকে সাহায্য করে থাকেন। খুব আত্মবিশ্বাসী। জীবনে সমস্ত কিছুর মধ্যেই ভারসাম্য বজায় রাখেন এরা

Saturday, 17 March 2018

আপনি কেমন জানতে চান তাহলে পোস্ট গুলি পর পর দেকতে থাকুন ............

                      E দিয়ে নাম হলে
এঁরা পার্টনারের প্রতি ভীষণই অনুগত। লাভ লাইফে কখনও একঘেয়েমি আসতে দেন না। জীবনটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখেন। বই পড়তে ভালবাসেন। খুব বেশি কথা বলতে ভালোবাসেন। অসততা অপছন্দ। এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা খুব বেশি কথা বলেন। হাসি-ঠাট্টা করে থাকেন খুব। তবে বেশি কথা বলার কারণে সবসময় সমস্যায় পড়ে যান। এঁরা যেমন ব্যবহার করেন, তেমনই ব্যবহার আশা করে থাকেন। তা না-হলে কড়া কথা শুনিয়ে দেন। এর খুব বেশি চিন্তা-ভাবনা করেন না। চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা, ব্যবসা এবং অর্থের অধিকারী হন। এঁরা সবসময় হাসিখুশি থাকেন। এঁদের সকলেই খুব পছন্দ করে। তাঁরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন৷ এঁরা অল্পবিস্তর অভিমানী হন৷ ভাল লিখতে পারেন৷ তবে কম কথা বলেন৷ এরা খুব দরদী হন, সেই সঙ্গে নিজের কথা খুব সুন্দর ভাবে সামনের মানুষটার মন পর্যন্ত পৌঁছে দিতে এরা এতটাই সক্ষম হন যে যে কাউকে কথার যাদুতে ভুলিয়ে দিতে এদের বাস্তবিকই কোনও সমকক্ষ নেই। তবে নিজেদের স্বাধীনতায় কেউ দখল দিক এটা একেবারেই মেনে নেন না। এমনটাও মনে করা হয় যে ভালবাসার ক্ষেত্রে এরা একেবারেই বিশ্বস্ত হন না।

এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব বেশি কথা বলেন। হাসি-ঠাট্টা করে থাকেন খুব। তবে বেশি কথা বলার কারণে সবসময় সমস্যায় পড়ে যান। এরা যেমন ব্যবহার করেন, তেমনই ব্যবহার আশা করে থাকেন। তা নাহলে কড়া কথা শুনিয়ে দেন।

এরা খুব বেশি চিন্তা-ভাবনা করেন না। চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা, ব্যবসা এবং অর্থের অধিকারী হন। এরা সবসময় হাসিখুশি থাকেন। এদেরকে সকলেই খুব পছন্দ করে.
আরো জানতে দেকতে থাকুন .। 

Friday, 16 March 2018

কোন নামের মানুষ কেমন জানতে চান ........

                                       D
                               দিয়ে নাম হলে
নামের প্রথম অক্ষর ‘ডি’ হলে তাঁরা খুব দ্রুত যে কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানান। অন্যদের খেয়াল রাখেন এবং বিপদে পড়লে তাঁদের সাহায্য করেন। অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করেন। যেটা মনে মনে চান সেটা আদায় করেই ছাড়েন।স্বভাবগত দিক থেকে আপনি কেয়ারিং।উচ্চাকাঙ্খী ও বিশ্বস্ত হওয়ার সাথে সাথে আপনি কখনো আবার পরশ্রীকাতর। যে কোনও মূল্যে নিজের পছন্দের জিনিস হাসিল করে থাকেন এঁরা। কাজের প্রতি একনিষ্ঠ। আপসহীন হন। লক্ষ্যে না-পৌঁছনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। তাই এঁরা জেদিও হয়ে থাকেন। পরিশ্রমী হন। সরস্বতী এবং লক্ষ্মী-- উভয়ের আর্শীবাদ পান এঁরা। এঁরা নতুন কিছু করতে চান। এঁদের কাছ থেকে অবশ্যই কিছু না-কিছু শেখা যায়। জেদি হওয়ায় অনেকে এঁদের অহংকারী মনে করেন। এরা ব্যবসায়ী হিসেবে বেশ সফল হন। কারণ সহজে হেরে যাওয়া এদের ধাতে নেই। সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকায় যে কোনও কাজে নিজের জায়গা বানিয়ে ফেলতে খুব একটা কষ্ট হয় না এদের। তবে নিজের তৈরি কিছু নিয়ম এরা প্রাণ দিয়ে মেনে চলেন, সেই নিয়ম যতই অবাস্তব হোক না কেন, সে বিষয়ে তারা একেবারেই ভাবেন না।

১) এঁরা অবশ্য ভীষণ অর্গানাইজড।

২) জীবনে সবকিছুতে ব্যালান্স রাখতে এঁরা ওস্তাদ।

৩) এঁদের ইচ্ছাশক্তি প্রচুর। প্রচণ্ড মনোযোগী হন।

৪) নেতৃত্ব দেয়ার ক্ষমতা রয়েছে।

৫) তবে এঁরা একগুঁয়ে হন। কখনো কোনো বিষয়ে আপোস করা এঁদের পছন্দ নয়।

যেকোনো মূল্যে নিজের পছন্দের জিনিস হাসিল করে থাকেন। কাজের প্রতি একনিষ্ঠ এবং আপোসহীন হন। লক্ষ্যে না-পৌঁছনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। তাই এরা জেদিও এবং পরিশ্রমী হন। এরা নতুন কিছু করতে চান। এদের কাছ থেকে অবশ্যই কিছু না-কিছু শেখা যায়। জেদি হওয়ায় অনেকে এদের অহংকারী মনে করেন
আরো জানতে পর পর দেকতে থাক .

Wednesday, 14 March 2018

কোন মানুষ কেমন জানুন শুধু মাত্র নামের প্রথম অক্ষর দেখে .

                   C দিয়ে নাম হলে
নামের শুরু ‘সি’ দিয়ে হলে তাঁরা স্কুল বা কলেজ জীবনে কাছের কোনও বন্ধুর প্রেমে পড়বেন। এঁরা ভীষণই সংবেদনশীল। তবে নিজের অনুভূতির উপরে নিয়ন্ত্রণ রাখতে জানেন। সম্পর্কের মূল্য দেন। আন্তরিকতা পছন্দ করেন। খুব সংবেদনশীল হন। তাঁরা পণ্ডিত, চিন্তাশীল, সংযমী, ধূর্ত এবং রাজনৈতিক গুণসম্পন্ন হয়ে থাকেন৷ এঁদের বিশ্লেষণধর্মী মন হয় এবং এঁরা নিয়ম শৃঙ্খলা মেনে চলেন৷ এঁরা সকলের সঙ্গে ঘোলামেলা করতে পারেন। সব সময় হাসি-খুশি থাকেন। এঁরা ভাবুক স্বভাবের। এঁরা স্পষ্টবক্তা।

তবে ইচ্ছা করে কাওকে কষ্ট দেন না। ভালোবাসায় এঁদের অগাধ বিশ্বাস। এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁরা ভালো দেখতে হন। যে কেরিয়ারই বাছুন না-কেন, উন্নতি অনিবার্য। অর্থাভাবে থাকেন না। যাদের নাম সি দিয়ে শুরু হয় তারা কাজে বেশ পটু হন। শুধু তাই নয় এরা খুব অমায়িক, দয়ালু এবং ভালবাসা পেতে খুব পছন্দ করেন। তবে একেবারেই হিসাব করে টাকা খরচ করতে পারেন না। এদের চরিত্রের একটা খারপ দিকও রয়েছে। কেউ যদি আঘাত দেন তাহলে তার বদলা না নেওয়া পর্যন্ত এরা একেবারে শান্তি পান না। আর এই কাজটা করতে গিয়ে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলেন। তাই বলে যে সি অক্ষর দিয়ে শুরু নামের মালিকেরা খুব হিংসাপ্রবণ হন, এমন নয় যদিও। বরং এরা নিজেদের এবং বাকিদের খুশি রাখতে সব সময় চেষ্টা করে যান।

এরা সকলের সঙ্গে ঘোলামেলা করতে পারেন। সব সময় হাসি-খুশি থাকেন। এরা ভাবুক স্বভাবের এবং স্পষ্টবক্তা। তবে ইচ্ছা করে কাওকে কষ্ট দেন না। ভালোবাসায় এদের অগাধ বিশ্বাস। এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা দেখতে ভালো হন। যেকোনোন, উন্নতি অনিবার্য। অর্থাভাবে থাকেন না
আরো জানতে পেজ এ বিস্তারিত দেখুন .। 

Monday, 12 March 2018

কোন নামের মানুষ কেমন জানতে হলে পোস্ট গুলি পর পর দেকতে হবে

                               B
                     দিয়ে নাম হলে
যাঁদের নামের প্রথম অক্ষর ‘বি’, তাঁরা রোম্যান্টিক। এঁরা ধৈর্যশীল এবং ভীষণ মিশুকে স্বভাবের হয়। নিজের অনুভূতিগুলো চেপে রাখতে পারেন। অত্যন্ত রোমাঞ্চপ্রিয়। আপনি কিন্তু রোমান্টিক।প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভালোবাসেন। তাঁর যে কোনও কাজ করেন ধীরে ধীরে৷ এঁদের মনে প্রবল উচ্চাশা থাকে৷ জেদ কম থাকে৷ নিজের উপর আস্থাশীল নন৷ ঘন ঘন মত পরিবর্তন করেন৷ অলস এবং কল্পনাপ্রিয় হন৷ এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা খুবই সংবেদনশীল। ছোট-ছোট কথাও তাঁদের ওপর প্রভাব বিস্তার করে। আবার ছোট-ছোট কথাতেই এঁরা খুশি হয়ে যান। এরা ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করেন। B অক্ষরের নামের ব্যক্তিরা খুব রোম্যান্টিক। B অক্ষরের লোকেরা সাধারণত প্রেম বিবাহ করে থাকেন। বাহ্যিক সৌন্দর্য এঁদের কাছে গুরুত্বপূর্ণ। টাকাকেও গুরুত্ব দিয়ে থাকেন এঁরা। সাধারণত সাহসী। তাই এই অক্ষরের লোকেরা সাধারণত সেনা বা বিপদসঙ্কুল ক্ষেত্রে চাকরি করেন। নিজের পরিশ্রমের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন। সাধারণত এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁরা ধনী হয়ে থাকেন। তবে মুডি স্বভাবের কারমে অনেকে তাঁদের অহংকারী মনে করে থাকেন। খুব একটা বন্ধু বান্ধব থাকেন না। তবে কোনও বন্ধু থাকলে তাঁর সঙ্গে খুব গভীর সম্পর্ক রাখেন এঁরা। এরা খুব অস্থিরচিত্তের এবং ইমোশানাল হন। শুধু তাই নয় এমন নামের মানুষেরা খুব লড়াকু হয়। সহজে হেরে যাওয়া এরা একেবারেই মেনে নিতে পারেন না। আর সবথেকে সুন্দর বিষয় হল এরা ভালবাসার পিপাসু হয়। সামান্য ভালবাসা পেলেই এরা নিজেদের উজার করে দেন।

এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুবই সংবেদনশীল। ছোট-ছোট কথাও তাদের ওপর প্রভাব বিস্তার করে। আবার ছোট-ছোট কথাতেই খুশি হয়ে যান। এরা ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করেন। B অক্ষরের নামের ব্যক্তিরা খুব রোমান্টিক। 

বাহ্যিক সৌন্দর্য এবং টাকাকেও গুরুত্ব দিয়ে থাকেন এরা। সাধারণত সাহসী। তাই এই অক্ষরের লোকেরা সাধারণত সেনা বা বিপদসঙ্কুল ক্ষেত্রে চাকরি করেন। নিজের পরিশ্রমের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন।

সাধারণত এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা ধনী হয়ে থাকেন। তবে মুডি স্বভাবের কারণে অনেকে তাদের অহংকারী মনে করে থাকেন। খুব একটা বন্ধু বান্ধব থাকেনা। তবে কোনো বন্ধু থাকলে তার সঙ্গে খুব গভীর সম্পর্ক রাখেন
পরবর্তী পোস্ট পেতে দেকতে থাকুন .।

Sunday, 11 March 2018

কোন নামের মানুষ কেমন জানতে হলে আমার এই পোস্ট টি পড়ুন

               A দিয়ে নাম হলে
এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা ব্যবসা ভালো বোঝেন। ক্ষেত্রবিশেষে ধৈর্য্য কম থাকে আপনার। নামের প্রথম অক্ষর ‘এ’ হলে আপনি খুব একটা রোম্যান্টিক নন। তবে খুব বাস্তববাদী এবং খোলামেলা মনের। শান্ত স্বভাবের। চট করে কারও উপরে রেগে যান না বা কারও কথায় সহজে প্রভাবিত হন না। ব্যবসা ভালো বোঝেন৷ ক্ষেত্রবিশেষে ধৈর্য্য কম থাকে আপনার৷ তবে সঙ্গীর শারীরিক আকর্ষণ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ যদি কোনও মেয়ে বা ছেলের নাম ইংরেজির A অক্ষর দিয়ে শুরু হয়, তা হলে এমন ব্যক্তি খুবই আকর্ষক হয়ে থাকেন। এই অক্ষরের ব্যক্তিরা ভালোবাসা এবং যে কোনও সম্বন্ধকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু এঁরা খুব বেশি রোম্যান্টিক হন না। সমস্ত কিছুই এঁরা খুব দেরিতে পান। বহু বাধা অতিক্রম করে সেই সমস্ত জিনিস লাভ করেন তাঁরা। কিন্তু সাফল্য পেতে শুরু করলে এঁদের পিছনে ফিরে তাকাতে হয় না। সাফল্যের চূড়ায় থাকেন এঁরা। জীবনে সংঘর্ষ করতে হয়। কিন্তু অবশেষে নিজের লক্ষ্য জয় করেন। এঁদের মনের জোড় খুব একটা না-থাকলেও, দরকারের সময়ে এঁরা অপ্রত্যাশিত কাজ করে ফেলেন। তবে এঁরা রাগী মেজাজের। এঁরা লোকেদের সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পছন্দ করেন। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন।

যেকোনও গুরুদায়িত্ব বহন করতে সক্ষম৷ প্রখর চিন্তাশক্তির অধিকারী এই সব ব্যক্তিরা৷ কৌশল অবলম্বন করে যে কোন কাজে সাফল্য পান৷ আত্মবিশ্বাসী হন সহজে কারওর কাছে মাথানত করেন না৷ এঁরা যে কোন আসরের মধ্যমণি হয়ে থাকতে ভালবাসেন। ইংরেজি বর্ণমালায় যেহেতু এ দিয়ে শুরু হয়, তাই মনে করা হয় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব আত্মবিশ্বাসী হন, সেই সঙ্গে এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং নানা কাজে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। চরিত্র হিসাবে এ অক্ষর দিয়ে শুরু নামের অধিকারিরা বেশিরভাগই স্বাধীনচেতা হন।

১) A বোঝায় চরিত্রের দৃঢ়তা। নিজের বিচারবুদ্ধির উপর এঁরা বরাবর ভরসা করেন।

২) A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা সাহসী হন।

৩) যে কোনও কাজে এঁদের প্রচণ্ড উদ্যোগ লক্ষ্য করা যায়। এঁরা উদ্যমী চরিত্রের।

৪) জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন।

৫) এঁরা সহজে কারুর উপর নির্ভরশীল হন না, নির্ভরশীল হতে পছন্দ করেন না।

তবে, A দিয়ে যাঁদের নাম শুরু, তাঁদের সবই তাই বলে ভালো নয়!

১) নামে যদি একের বেশি A থাকে, সেক্ষেত্রে স্বার্থপরতা লক্ষ্য করা যায়।

২) ওরে বাব্বা! এঁরা নাকি সন্দেহবাতিক হন। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড A দিয়ে হলে কিন্তু সাবধান।

৩) এঁরা একটু জেদী, একগুঁয়ে ও একবগ্গা প্রকৃতির হন
পরের  পোস্টে  আরও পাবেন
পর পর আমার পোস্ট গুলি দেকতে থাকুন 

Thursday, 8 March 2018

অমৃত কথা

@ সংসারের সমস্ত কাজ করবে,কিন্তু মনটি ঈশ্বরের উপর ফেলে রাখবে ৷
@ ত্র সংসার ঈশ্বরের-আমার নহে;তার আজ্ঞা পালনের জন্য ত্রখানে আছি,ত্রই জ্ঞান করবে ৷
@ সংসারে থাকলে বিবাহ করা উচিৎ ৷ দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ ও ত্রকটা সংস্কার ৷
@ গরু,জরু,ধান-ত্র তিন রাখবে আপন বিদ্যমান ৷
@ যত স্ত্রীলোক সব শক্তিরূপা ৷ সেই আদ্যাশক্তীই স্ত্রী হয়ে,স্ত্রীরূপ ধরে রয়েছেন ৷
@ কাঠাল ভাঙ্গার আগে হাতে বেশ করে তেল মেখে নিতে হয়,তাহলে আর আঠা জড়ায় না ৷ বিবেক-বৈরাগ্য লাভ করে পরে সংসার করলে অার মায়ায় জড়াতে হয়না ৷
@ জলে নৌকা থাকে ক্ষতি নাই,কিন্তু নৌকায় জল না থাকে,সংসারে থাকো তাতে ক্ষতি নাই,কিন্তু তোমার ভিতরে যেন সংসার না থাকে ৷
@ চালধোয়ানি জল খাওয়ালে,মদের নেশা কেটে যায় ৷ সংসারের-মদমত্ত জীবের নেশা ত্রকমাত্র সাধু-সঙ্গতেই কাটে ৷
@ যেরূপ সঙ্গে থাকবে,সেই রকম স্বভাব হয়ে যাবে;আবার যার যেমন স্বভাব,সে তেমনি সঙ্গ খোজে ৷
@ ত্রই কলিকালে মানুষ তিন দিনে সিদ্ধ হতে পারবে ৷
@ সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে;ঈশ্বরীয় কথা শুনলে বা আলাপ করলে,তবেই মনে শান্তি হয় ৷
@ যে ব্যক্তি'আমি বদ্ধ''আমি পাপী'বার বার বলে,সে ক্রমে তাই হয়ে যায় ৷
@ সর্বদা মনে সদসৎ বিচার করবে ৷ বিচার করে সৎকে গ্রহন ও অসৎকে ত্যাগ করবে ৷
@ টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না,বা টাকায় সচ্চিদানন্দ লাভ হয় না ৷ তবে ধার্মিক ব্যক্তি টাকায় অনেক সৎ কাজ করতে পারে ৷
                                 ঋণ স্বীকার-মাতৃশক্তি

ফেসবুক যে মেয়েরা ব্যবহার করেন তারা অবশ্যই পোস্টটি পড়েন

  ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা ---  আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে),  একটু ভালোবাস...