কারো হাত ধরার আগেই চিন্তা করে নিও হাতটা ধরে রাখতে পারবা কিনা? ...কয়েক মাস গেলেই ভালোলাগা কমে যাবে -এমন সম্ভাবনা থাকলে কারো হাত ধরার দরকার নাই ...সময়ের সাথে মানুষ বদলায়,তার মানে এই না যে সময়ের সাথে হাতের মুঠোয় ধরে রাখা হাতটাও বদলে ফেলতে হবে ...মানুষ কোন খেলনা না ...খেলনা ফেলে দেয়া যায়, নতুন করে কেনা যায়...মানুষ ওরকম না!!বছর গেলে নতুন নতুন সমস্যা তৈরি হয় ... সমস্যার নাম "ফ্যামিলিপ্রবলেম" ...বাপ-মা মানবে না,হাইফাই ফ্যামিলি লাগবে,এখনি বিয়ে দিয়ে দিবে - এই সমস্যাগুলা হবে ...সমস্যাগুলা খুবই কমন এবং লজিকাল !!এই ফ্যামিলি প্রবলেম গুলার সমাধান তুমি করতে পারবা কিনা,ফ্যামিলিকে তুমি বুঝাইতে পারবা কিনা,বাবা-মা জোর করলে তুমিও শক্ত হইতে পারবা কিনা -এই ব্যাপার গুলা নিশ্চিত হয়েই একটা মানুষের হাত ধইরো ...যদি তুমি নিজের ব্যাপারে নিশ্চিত না থাকো, যদি তোমার মনে হয় তুমি "না বলতে পারার অক্ষমতা" নামক রোগে ভুগা বাবা-মা এর শত আদরের সন্তান, তাইলে প্লিজ কারো হাত ধইরো না!!অনেকটা সময় ধরে কারো সাথে সম্পর্কে জড়ায়ে তারপর ফ্যামিলি প্রবলেমের দোহাই দিয়ে"আমি তোমাকে সত্যিই ভালোবাসি কিন্তু..." - বলে ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি করে কারো লাইফ নষ্ট করার কোন মানে নাই !!কারো জন্য তোমার ভালোবাসার শুরু বা শেষে কখনো কোন "যদি" অথবা "কিন্তু" জন্ম নেয়ার সম্ভাবনা থাকলে, দয়া করে মানুষটার হাত ধইরো না ... প্লিজ !!"যা হয় ভালোর জন্যই হয়" , "জীবন কারো জন্য থেমে থাকে না" ,"আমি অনেক ভালো আছি" কিংবা "সব ঠিকহয়ে যাবে" - এই কথাগুলার মত সান্ত্বনা নিয়ে বাঁচার কোন মানে হয় না !!ভালোবাসা পৃথিবীর এক শুদ্ধতম অনুভূতি ... ভুল করেও এই অনুভূতিটার অপমান করো না !!ভালোবাসার নামে তোমার দেয়া কষ্টগুলো হয়তো একসময় মানুষটা ভুলে যাবে ... দিন শেষে হয়তো সবাই নিজনিজ জায়গায় ভালোই থাকবে ... কিন্তু ঐ একটা ভুলের জন্য বুকের ভেতর ভালোবাসা নিয়ে তিক্ত একটা অনুভূতি জন্মে যায় ...ঐ তিক্ত অনুভূতিটা জন্মানোর কথা ছিল না....by Bikash Barman
Tuesday, 27 February 2018
Friday, 23 February 2018
প্রেম করতে না পেরে ত্রখনও ফ্যল ফ্যল করে ঘুরে বেড়াচ্ছেন ৷...........
এবার বুঝলাম.... পড়ুন তাহলে আপনিও বুঝবেন..
অনেক সময় অনেক ছেলেদের দুঃখ করে বলতে শোনা যায় পাড়ার লাটাই পটাই এর মত নেশাখোর বখাটে ছেলেরা পর্যন্ত প্রেম করে। আর আপনি এখনও ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াচ্ছেন। আসলে আপনি জানেন কি ভালো ছেলেরা সাধারণত অনেকটা নরম স্বভাবের হয়ে থাকে। তারা অন্যদের চেয়ে অনেকটাই আলাদা। তারা নিজেকে নিয়ে স্বপ্ন দেখার চেয়ে দেশ কিংবা অপরের কল্যাণ হবে এমন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। তাই বেশি ভাগ ভালো ছেলেরাই আপনার মতন প্রেমিকার জন্যে হাপিত্যেশ হয়ে ঘুরে বেড়ান। মেয়েরা মনে করে যে এই ধরণের ছেলেদের সঙ্গে প্রেম করলে তাকে সময় দিতে পারবে না। ফলে অধিকাংশ ভালো ছেলেরাই প্রেম বঞ্চিত থেকে যায়। হিন্দুশাস্ত্রে লেখাই আছে নারী নাকি নরকের দ্বার। তাই হয়তো মেয়েরা খারাপ ছেলেদের দিকেই বেশী ঝোঁকে। এছাড়াও মেয়েরা আরো যে কারণ গুলোর জন্য এই ধরণের ছেলেদের সাথে প্রেম করতে চায় না, তা হলো~১. গায়ে পড়া স্বভাব নেই : ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে আলাপ করতে পারে না। তারা মনে করে নিজের সেলফ রেসপেক্টটাই আসল। ২. তারা ছলকলা বোঝে না : কোন মেয়েকে প্রেমে ফেলতে গেলে অনেকেই একটু কৌশল, একটু ছলকলার আশ্রয় নেয়। কিন্তু ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন। ফলে প্রেমের সুপ্ত ছলকলা এদের আয়ত্তের বাইরেই থেকে যায়৷ ৩. ভালো ছেলেরা বিরক্তিকর হয় : মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। এসব খারাপ ছেলেদের প্রেমিকা হওয়া, মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ বলে মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাঁদের চোখে মনে হয় “বোরিং”।
৪.ক্যারিয়ার নিয়ে বেশী সচেতন : বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার।
৫. মিথ্যা বলতে পারে না : প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা, নিজেকে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম। ফলে মেয়েরাও পটে না সহজে।
৬. প্রচণ্ড আবেগী হয় : বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুব অভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না।
যেমন—আমি ভালো ছেলে৷
অনেক সময় অনেক ছেলেদের দুঃখ করে বলতে শোনা যায় পাড়ার লাটাই পটাই এর মত নেশাখোর বখাটে ছেলেরা পর্যন্ত প্রেম করে। আর আপনি এখনও ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াচ্ছেন। আসলে আপনি জানেন কি ভালো ছেলেরা সাধারণত অনেকটা নরম স্বভাবের হয়ে থাকে। তারা অন্যদের চেয়ে অনেকটাই আলাদা। তারা নিজেকে নিয়ে স্বপ্ন দেখার চেয়ে দেশ কিংবা অপরের কল্যাণ হবে এমন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। তাই বেশি ভাগ ভালো ছেলেরাই আপনার মতন প্রেমিকার জন্যে হাপিত্যেশ হয়ে ঘুরে বেড়ান। মেয়েরা মনে করে যে এই ধরণের ছেলেদের সঙ্গে প্রেম করলে তাকে সময় দিতে পারবে না। ফলে অধিকাংশ ভালো ছেলেরাই প্রেম বঞ্চিত থেকে যায়। হিন্দুশাস্ত্রে লেখাই আছে নারী নাকি নরকের দ্বার। তাই হয়তো মেয়েরা খারাপ ছেলেদের দিকেই বেশী ঝোঁকে। এছাড়াও মেয়েরা আরো যে কারণ গুলোর জন্য এই ধরণের ছেলেদের সাথে প্রেম করতে চায় না, তা হলো~১. গায়ে পড়া স্বভাব নেই : ভালো ছেলেরা শুধু মেয়ে কেন, কারো সাথেই গায়ে পড়ে আলাপ করতে পারে না। তারা মনে করে নিজের সেলফ রেসপেক্টটাই আসল। ২. তারা ছলকলা বোঝে না : কোন মেয়েকে প্রেমে ফেলতে গেলে অনেকেই একটু কৌশল, একটু ছলকলার আশ্রয় নেয়। কিন্তু ভালো ছেলেরা এসব থেকে একশ হাত দূরে থাকেন। ফলে প্রেমের সুপ্ত ছলকলা এদের আয়ত্তের বাইরেই থেকে যায়৷ ৩. ভালো ছেলেরা বিরক্তিকর হয় : মেয়েদের একটা চিরকালের আগ্রহ আছে একটু খারাপ ছেলেদের প্রতি। এসব খারাপ ছেলেদের প্রেমিকা হওয়া, মেয়েদের কাছে একটা চ্যালেঞ্জ বলে মনে হয়। অন্যদিকে ভালো ছেলেদেরকে তাঁদের চোখে মনে হয় “বোরিং”।
৪.ক্যারিয়ার নিয়ে বেশী সচেতন : বেশিরভাগ ভালো ছেলেই নিজের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর এই সবের মাঝেই হারিয়ে যায় প্রেম ও অন্যান্য ব্যাপার।
৫. মিথ্যা বলতে পারে না : প্রেমের সম্পর্কে টুকটাক নির্দোষ মিথ্যা থাকেই। নিজের সম্পর্কে একটু বাড়িয়ে বলা, নিজেকে একটু হিরো সাজিয়ে উপস্থাপন করা ইত্যাদি ভালো ছেলেরা পারেই না একদম। ফলে মেয়েরাও পটে না সহজে।
৬. প্রচণ্ড আবেগী হয় : বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ছেলেরা হয় প্রচণ্ড আবেগী ও স্পর্শকাতর। এরা খুব অভিমানী স্বভাবেরও হয়। তাই তুচ্ছ কারণে এদের সম্পর্ক ভাঙে এবং নতুন সম্পর্ক হয় না।
যেমন—আমি ভালো ছেলে৷
Subscribe to:
Posts (Atom)
ফেসবুক যে মেয়েরা ব্যবহার করেন তারা অবশ্যই পোস্টটি পড়েন
ফেসবুক খুললেই বর্তমানে দেখি অধিকাংশ ইউজার বিশেষ করে মহিলা ইউজাররা --- আমার পরিবারে আসুন (মেয়েকে বিয়ে করে নয়, ফলো দিয়ে), একটু ভালোবাস...
-
মেষ-অ,আ,ল বৃষ-উ,ঊ,ই,এ,ও,ব মিথুন-ক,ঘ,ঙ,ছ কর্কট-ড,হ সিংহ-ম,ট কন্যা-ঠ,প,ব,ন তুলা-র,ত বৃশ্চিক-ন,য ধনু-ধ,ঢ,ড়,ঢ় মকর-খ,জ কুম্ভ-গ,শ,ষ,স ...
-
M দিয়ে নাম হলে এঁরা সাধারণত স্বাধীনচেতা মানসিকতার হয়ে থাকেন। এঁরা শিল্পী। ক্ষেত...
-
Tদিয়ে নাম হলে আপনি খুব সংবেদনশীল। ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দেন না। প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ আপনার পছন্দ নয...